
তাহের তারেক:
সাভার অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জয়যাত্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত ২৯শে নভেম্বর হতে টি-১০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার ১৫ ই ফেব্রুয়ারী ৫ বন্ধু ( নাহিদুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম, মোহাম্মদ আলামিন, মেহেদী হাসান বিজয়, ইকতিয়ারুল ইসলাম )কতৃক ২০১২ সালে প্রতিষ্ঠিত জয়যাত্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টি১০ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথি উক্ত খেলা সমাপ্তির পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে তার অনুভূতি ব্যক্ত করে বলেন,
টিভি পর্দায় আমরা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের যে ধরনের আনন্দ উপভোগ করি আজ সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জয়যাত্রা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ঠিক সেই একই রকম আনন্দ উপভোগ করলাম।
ক্লাবের ব্যানারে এটি তাদের প্রথম আয়োজন ছিলো। প্রথম আয়োজনেই তারা সাভারের ক্রীড়াভিত্তিক জৌলুস ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
এই স্বল্প সময়ের ভেতরে তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সামনের দিনে তারা আরো অনেক ভালো টুর্নামেন্ট উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম ধিমান, অধ্যক্ষ সাভার সরকারি কলেজ, ওবায়দুর রহমান অভি, হাজী মোহাম্মদ আহসানুল্লাহ, আলহাজ্ব আব্দুল আউয়াল মোল্লা, হাজী মুহাম্মদ বদিউজ্জামান বদির, আলহাজ্ব মোহাম্মদ রহমতউল্লাহ, ওয়াকিলুর রহমান, শাহ মোঃ রাসেল উদ্দিন প্রিন্স, সাকিব হায়দার, মোহাম্মদ শাহ আলাম, আজমল আমিন টুটুলসহ আরো অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নাম:
ম্যান অফ দা ফাইনাল – মামুন (সাভার এভেঞ্জারস)
হাইয়েস্ট রান স্কোরার – রেজা (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব)
হাইয়েস্ট উইকেট টেকার – অমিত (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব)
ফেয়ার প্লে এওয়ার্ড – ব্রাদার্স স্কোয়াড (টিম)
ম্যান অফ দা টুর্নামেন্ট – রেজা (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব)
চ্যাম্পিয়ন – সাভার এভেঞ্জার রানার আপ – সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব।
এছাড়াও প্রধান অতিথি ৫ জন শিশু বাচ্চাকে স্কুল ব্যাগসহ উপহার সামগ্রী তুলে দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।