মোহাম্মদ গিয়াস উদ্দিন লিটন– চট্টগ্রাম ১০ আসনের উপ–নির্বাচনে জমে উঠেছে প্রচার–প্রচারণা।গণ–সংযোগে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ভোটের দিন যতো এগিয়ে আসছে, প্রচারণা ততই বাড়ছে।বিভিন্ন এলাকায় প্রচারণা থাকলেওভোটের আমেজ তুলনামূলক কম।
শনিবার ১৫ জুলাই ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভা করেন। চট্টগ্রাম ১০ আসনের আওয়ামী লীগের প্রার্থীআলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু।
এই সময় গ্রীনভিউ আবাসিক কল্যান সমিতি পক্ষ হতে আলোচনা সভার আয়োজন করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
পাহাড়তলী থানা আওয়ামী লীগের উপ–দপ্তর সম্পাদক মো. সেকান্দারের সভাপতিত্বে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছিরউদ্দিন, তিনি চট্টগ্রাম ১০ আসন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুকে নৌকামার্কায় ভোট দেয়ার উদার্ত আহবান জানান।ভোটারদের উদ্দেশ্যে বলেন আশা করছি আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোটদিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, তিনি সবাইকে নির্বাচনেরদিন ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
আরও বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, নাগরিক সুযোগ সুবিধা ও সেবা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আশা করছি উন্নয়ন ওসমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন, আমি সবার দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন,
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক ইসমাইল হোসেন,গ্রিনভিউ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওসমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সেলিম চিশতী,মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলীথানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, মো. ইমরান সওদাগর, আওয়ামী লীগ নেতা মো. ইসহাক,১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের ২ নং ইউনিটের সাধারণ সম্পাদক বাবলু দেব নাথ,১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ নাঈম,১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতালিটন কান্তি নাথ, ১২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মুন্নি আক্তার ও মোরতুজা সেকান্দর প্রমুখ।