বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

জমি নিয়ে সংঘর্ষ মোবাইল ভাংচুরসহ আহত -১

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ২৬ ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ

মো: নুর ইসলাম সবুজ,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষ ঘটনায় মোবাইল ভাংচুর ও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে বেধড়ক মারপিট ও মোবাইল ফোন ভাঙ্গার অভিযোগ উঠেছে বিবাদী নজরুল ইসলামের ছেলে বজলুল হুদা (৩৮), সামাদের ছেলে সাঈদ (২০) বিরুদ্ধে। তাদের বাড়ি বাউরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জংগ্রাম এলাকায়।

অভিযো সুত্রে জানা গেছে, নবীনগর এলাকার বাসিন্দা নাজমুল হুদা (৪৫) এর সাথে সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো একাই ইউনিয়নের জমগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে বজলুল হুদা (৩৮), সামাদের ছেলে সাঈদ (২০) সাথে। শত্রুতার এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে নাজমুল হুদাদের জমিতে জোরপূর্বক টয়লেট নির্মাণ করতে গেলে বাধা দেন নাজমুল। এমতাবস্থায় লাঠিসোটা দিয়ে নাজমুল হুদাকে মারধর করা হয় এবং তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় বিবাদী বজলুল হুদা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযোগকারী নাজমুল হুদা বলেন, “বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।” তিনি ন্যায়বিচারের দাবি জানান প্রশাসনের কাছে।

অভিযুক্ত বজলুল হুদার কাছে জানতে চাইলে তার সাথে দেখা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোজাহের ইসলাম নাঈম, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত(৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (বুধবার) সকালে পৌনে ১০ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সাধারণ …

রোকন বিশ্বাস-হৃদয় হোসেন(সদর উপজেলা)পাবনাঃ ৩৬ জুলাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রজনতার তোপের মুখে পরতে হয়েছিলো ক্ষমতাসীন আওয়ামীলীগ দলটির। দলের নেতাকর্মীদের নিজের আধিপত্য …