
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন রতনকান্দি হাটটি সিরাজগঞ্জ জেলা ছাপিয়ে উত্তরবঙ্গের অন্যতম সুপ্রসিদ্ধ একটি হাট হিসাবে খ্যাতি অর্জন করেছে | বিশেষ করে হাস, মুরগী, গরু ও ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য হওয়ায় ব্যাপক জমে উঠেছে এই হাটটি | প্রত্যেক সপ্তাহের বুধবারে বসে আলোচিত এই হাটটি যাতে সকল দশটা থেকে সন্ধ্যা অবধি প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় | ক্রেতা-বিক্রেতাদের সার্বিক সুযোগ সুবিধা আরও বাড়াতে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে হাট পরিচালনা কমিটি | তাদের উদ্যোগে বৃহৎপরিসরে চলছে হাটের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ। বহুল পরিচিত এই রতনকান্দি হাট উন্নয়নের রূপকার হাট পরিচালনা কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী । গত ১৭ ই মে বুধবার রতনকান্দি হাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় জমজমাট পরিবেশে হাটের সব কার্যক্রম চলছে এবং হাট পরিচালনা কমিটি খুব সুন্দর ব্যাবস্থাপনায় দেখভাল করছে | ক্রেতা বিক্রেতা হাটের ভিতর সহজে চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করতে পারছে।হাটের পরিবেশ কেমন এমন প্রশ্নের জবাবে কয়েক জন ক্রেতা বিক্রেতা বলেন, “সঠিক দামে আমরা পন্যসামগ্রি ক্রয় বিক্রয় করতে পারছি আমাদের কোন সম্যসা হচ্ছে না” | হাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সম্রাট বলেন, “আমাদের সকল খুচরা ও পাইকারি ব্যাবসায়ীদের মাল ক্রয় বিক্রয়ে বিশেষ সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যাবস্থা জোরদার করা হয়েছে। আমাদের হাটের উন্নয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সাহেব এর দিক নির্দেশানায় হাট উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে পরিচালনা কমিটি। হাটের পাশে নিচু জায়গা ভরাটের কাজসহ যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার জন্য হাটের চারিদিকে পাকা রাস্তার কাজ চলমান রয়েছে এবং প্রতি বুধবার সপ্তাহে একদিন বিশাল গরু ছাগলের হাট বসে এবং গরু ছাগল রাখা ও বাধাই করতে পাকা খুটি ও ক্লাম তৈরির জন্য কাজ চলছে”। হাট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সাহেব বলেন, “আমি এই রতনকান্দি হাটের উন্নয়ন নিয়ে সরাসরি অনুদান দিয়ে এবং শ্রমদিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এছাড়াও এই হাট একটি পুরাতন ঐতিহাসিক হাট এই হাটের সুনাম ও পরিচিত সিরাজগঞ্জ জেলাসহ পার্শবর্তী অনেক জায়গায় ছড়িয়ে আছে। হাটে কোন একটা অনিয়ম বা দূর্নিতীর প্রমান পাওয়া গেলে তাৎক্ষণিক পরিচালনা কমিটির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়”। হাটের ব্যবস্থাপনা দিন দিন আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন, হাট পরিচালনা কমিটির সদস্য মোঃ হিরণ | স্থানীয় বাসিন্দাসহ হাটের ব্যাবসায়ীরা মনে করেন ঐতিহাসিক এই হাটের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে |