বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবীতে যা বললেন গণমুক্তি জোটের চেয়ারম্যান

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ২৫ ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ

জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

গনমুক্তিজোট বরাবরই নির্বাচনমূখী। জনসভায় জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে সরকার পরিবর্তন হোক। আমাদের জোটের বেশিরভাগ প্রার্থী যুবক যারা দেশের পরিবর্তন চায়, তাদের চোখে আগামী ২০০ বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে কি করবে সেই চিন্তা মাথায় রেখে দুর্নীতি মুক্ত একটি সফল বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, আমরা মানুষের মন মানসিকতার পরিবর্তন চাই, মানুষের মধ্যে মানতবতাবোধ জাগ্রত করতে চাই। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি অনিয়ম এবং সিস্টেম লস এর মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা চাই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে কর্মভিত্তিক শিক্ষা চালু করে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত ছেলে বাংলাদেশের জন্য বোঝা না হয়ে, এদেশের একেশটি মানব সম্পদে রূপান্তরিত হবে। তিনি বলেন, জাতীয় জনতার জোট এবং জাতীয় গণমুক্তি জোট এবারের নির্বাচনে একত্রিত হয়ে ছড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেবে। এজন্য জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, সরকারি চাকুরিতে যত কোটা আছে, সেখানে এক লক্ষ লোকের ও কর্মসংস্থান করা সম্ভব নয়, ফলে তাই বেসরকারি খাতে কর্মীবান্ধব বাস্তব সম্মত নীতিমালা প্রণয়নের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করতে চাই। দেশে শিল্প উন্নয়নের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করে, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ সকল নাগরিকের জন্য মানবিক উন্নয়নে কাজ করতে চাই। দুর্নীতি মুক্ত একটি সফল রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমরা তৃতীয় শক্তি গড়তে চাইনা, বাংলাদেশের বিকল্পশক্তি হতে চাই। আমাদের ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত আগামীর ভোটের মাঠে আমরা লড়াই করে দেশের মানুষের আশা আকাঙ্খার বাস্তবায়ন করতে চাই বলে জানান গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

এ সময়, জাতীয় জনতার জোটের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মানুষের সমস্যা এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এর উপায় নিয়ে কথা বলবো। বিরোধিতার জন্য বিরোধিতা এই সংস্কৃতি থেকে এদেশের মানুষকে বের করে আনবো আমরা। তিনি বলেন, আমরা চিকিৎসা ব্যবস্থায় রেফারাল পদ্ধতি বাস্তবায়ন করতে চাই। স্বাস্থ্যসেবার তৃণমূল পর্যায়ের জনতা সব ধরনের চিকিৎসা সুবিধা পাবে। আমরা কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে ৭০% নাগরিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে চাই।

উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রধান আবু লায়েস মুন্না, সাবেক সচিব কাসেম মাসুদ, মমতাজ উদ্দিন মজুমদার, বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান মোঃ রাসেল কবির, মানবতা পার্টির , জাগ্রত বাংলাদেশের চেয়ারম্যান আজমল জিহাদ, বাংলাদেশ জনতা ঐক্য এর চেয়ারম্যান আরিফুর রহমানসহ জাতীয় জনতার জোট এবং গণমুক্তি জোটের নেতারা বক্তব্য রাখেন।

ADVERTISEMENT

নিউজ ডেস্কঃ মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্‌ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে …

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল …

গত ৫ ই নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস …