
সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার।
অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক আবুল হোসেন বাহার
একসময় ছেলে অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করতো। সখ্য ও চলাফেরা ছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে পাড়ি জমায় প্রবাসে। তার অবৈধ অস্ত্র রেখে যায় বাবার কাছে। সে অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বাবা। এমনটাই অভিযোগ ওঠে।
এবার ছেলের রেখে যাওয়া অবৈধ অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন বাবা। এমন দৃশ্যের দেখা মেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার বসুর হাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজসহ সন্ত্রাসী আবুল হোসেন বাহারকে আটক করে যৌথ বাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আইনুর হোসেন মারুফের সঙ্গে চলাফেরা করতো। সে সময় সে বিভিন্ন অবৈধ অস্ত্র সংগ্রহ করে সেগুলো দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে পাড়ি জমায় প্রবাসে। প্রবাসে যাওয়ার সময় নিজের অস্ত্রগুলো রেখে যায় বাবা আবুল হোসেনের কাছে। সে অস্ত্রগুলো দিয়ে আবুল হোসেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদকের কারবার করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। তার বাসায় তল্লাশি করে ঘরের উত্তর-পশ্চিম কোনায় ঝোপের মধ্যে একটি বালির বস্তা হতে ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ১টি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাহারকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার (বাহার) বিরুদ্ধে মামলা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’