
মোঃ রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার
সৈরাচার হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা কারী খুনিদের বিচারের দাবিতে দুইদিন ব্যপি অবস্থান কর্মসুচি পালন করছে সাতক্ষীরা জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সাতক্ষীরা লাবনীর মোড় এলাকায় সামনে থেকে অবস্থান কর্মসুচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় উক্ত অবস্থান কর্মসুচিতে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল এ সময় অংশগ্রহণ করেন
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল সাতক্ষীরা জেলা ও ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সিনিয়ার সহ-সভাপতি মন্জুরুল মোর্শেদ মিলন সাংগঠনিক সম্পাদক আবু রায়হান দেওয়াটা উপজেলার আহবায়ক ইমরান ফরহাদ সহ সাতক্ষীরা জেলা সকল থানা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দু উপস্থিত ছিলেন।
এসময় জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা বলেন এই সৈরাচারী সরকার হাসিনা ও তার দোসররা ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের দেশের মাটিতে এনে কঠোর শাস্তি সহ ফাঁসির দাবিতে দুইদিন ব্যপি আমাদের এই কর্মসুচি চলছে
প্রসঙ্গ গত ৪ আগস্ট ও ৫ আগস্ট সাতক্ষীরা জেলা এলাকায় হাসিনা সরকারের ও দোসররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে এতে আহত ও নিহত হয়,এবং প্রায় দের হাজার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হয়।