সাজেদুল হক প্রান্ত, নিজস্ব প্রতিবেদকঃ
আজ(শুক্রবার) বিকেলে শিবপুর বাজারে নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার আনুষ্ঠানিকভাবে বিএনপি অফিস উদ্বোধন করেন ।
নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক নরসিংদী জেলা সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, নরসিংদী শিবপুর উপজেলায় বিএনপি’র কোন আভ্যন্তরীণ কোন্দল নেই এবং বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এসব দলিয় অপপ্রচার, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য যে এমপি মন্ত্রী আসামি হয়েছে এবং গ্রেফতার হয়েছেন সকলকেই রিমান্ডের আওতায় আনা হয়েছে শুধু ব্যতিক্রম নরসিংদী জেলা ,তাই জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এটা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এতে বিএনপির কোন হাত নেই।
তিনি আরো বলেন আমরা ক্ষমতায় থাকাকালীন কোন আওয়ামী লীগের নেতার নামে মিথ্যা মামলা দেইনি কিন্তু এই মামলাবাজ সরকার বিএনপির জেলা পর্যায়ে নেতা সহ থানা, ওয়ার্ড, এবং ইউনিয়ন নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন, জেল খাটিয়েছেন তখন আমরা প্রশাসনকে কোনরকম সহযোগিতা করতে পারিনি এবং কোনো সহযোগিতা পাইনি এখন আমরা প্রশাসনকে সহযোগিতা করার চেষ্টা করছি ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি-র সভাপতি, আবুল হারিস রিকাবদার কালা মিয়া , থানা বিএনপি-র সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ন সম্পাদক ভিপি তোফাজ্জল, মাছিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল মোল্লা, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা প্রমুখ।