সাংবাদিক ওসমান চৌধুরী।
স্টাফ রিপোর্টার।
সালমান ছদ্দবেশী পুরুষ সারা বাংলাদেশসহ পুরুষগণ হিজরা সেজে সে এয়ারপোর্ট চত্বর হতে পদ্না ওয়েলগেট এর ভিতরে প্রবাসী যাত্রীদেরকে উত্যক্ত করে এবং বিভিন্ন এসপাটে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করে এবং চাঁদা আদায় করত। গতকাল সন্ধ্যায় বিমানবন্দর থানা পুলিশ তাকে হাতে না হাতে গ্রেফতার করে অভ্যন্তরে ভ্রাম্যমান আদালত কর্তৃক নির্বাহী ম্যাজিস্টেট তাকে ১৫ দিনের সাজা প্রধান করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেল খানায় পাঠায় এইসব হিজড়াদেরকে ১৫ দিনের সাজা দিলে কোন লাভ হবে না এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ এদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া প্রয়োজন । উল্লেখ্য যে তার গুরু সাবুও একজন ছদ্দবেশী পুরুষ হিজরা। উক্ত সাবু মিয়া বিমানবন্দর এলাকায় পুরুষ লোকদের হিজরা সাজিয়ে চাঁদা আদায় করে থাকে। সে আসলে তৃতীয় লিঙ্গের কেউ নয় তিনি তৃতীয় লিঙ্গের দূরনাম করার জন্য সে দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজী করে যাচ্ছে।