ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে স্যোসাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখায় নগদ অর্থ উত্তোলনে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ব্যাংক কর্তৃপক্ষ ৫০ হাজার টাকার উপরে কোনো অর্থ প্রদান করতে পারছে না। তারা একটি নোটিশ টাঙিয়ে দিচ্ছেন, তবে এর মাধ্যমে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেক গ্রাহক।
এদিকে, ৫০ হাজার টাকার কম অর্থ উত্তোলন করতে গেলেও গ্রাহকদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। গ্রাহকরা তাদের নিজস্ব টাকাও ব্যাংক থেকে তুলতে না পারায় হতাশা প্রকাশ করছেন। পরিস্থিতি নিয়ে সচেতন মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যাটি অচিরেই সমাধান হবে এবং তারা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
ADVERTISEMENT