শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

চৌদ্দগ্রাম থানায় পুলিশ কর্তৃক ১২ ঘন্টার মধ্যে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যাকান্ডের মূল ঘাতক গ্রেফতার এবং আলামত উদ্ধার।

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২৭ ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

গত ২৬/০৬/২৪ ইং তারিখ অনুমান ১৭.১৫ ঘটিকার চৌদ্দগ্রাম থানার ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ(৫০) ও তার আপন ভাই মোঃ বাহার (৩৩) দ্বয়ের মধ্যে তাঁদের বাড়ির উঠানে ছাগল পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী বাহার তাঁর ঘর হতে লোহার ধারালো বটি এনে পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিকভাবে মোঃ ইলিয়াছকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনার সংবাদ পাওয়া সাথে সাথে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকশ টিম স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাহার (৩৩) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাহার (৩৩) হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি তাঁর দেখানো স্থান হতে উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।

আসামীর নাম ঠিকানাঃ-
মোঃ বাহার (৩৩), পিতা-মৃত শফিকুর রহমান, সাং-চাঁন্দকরা, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা।

উদ্ধারকৃত মালামঃ-
১. একটি লোহার তৈরী রক্তমাখা বটি।রিপোর্টার মোঃ মাহবুব আলম

ADVERTISEMENT

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে …