স্টাফ রিপোর্টার মোঃ মাহবুব আলম কুমিল্লা এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলনেতা এবং ৪নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ সফিউল বশার এবং সন্চালয় করেন মোঃ শামীম হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ফখরুল হাসান, প্রধান বক্তা মোঃ ফাইদুল ইসলাম অনিক চৌধুরী, বিশেষ বক্তা আবির আব্দুল্লাহ চৌধুরী, বেলাল হোসেন মাসুম, রাসেল, এমরান হোসেন, কাজী নিলয়, আব্দুল খালেক পরশ, আবদুল সালাম রনি আবু হেনা রনি, জুয়েল জয়, মেহেদী হাসান হৃদয় ( যুগ্ম আহবায়ক পৌরসভা ছাত্রদল) গাজী মোঃ নিজাম উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক, সংযুক্ত আরব আমিরাতস্হ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, সহ সভাপতি, দুবাই কেন্দ্রীয় যুবদল জামিল রহমান সাবেক সহ সাধারণ সম্পাদক ৪ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি আব্দুল্লাহ আল বাহার, সভাপতি মিয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদল এবং মেহেদী হাসান ছাত্রদল নেতা প্রবাসী উপস্থিতি সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। এতে ইউনিয়নের ছাত্রদল কর্মী উপস্থিতি ছিলেন নোমান, মনির, জনসন বড়ুয়া, কাজী শওকত আলম ( অপু), শাহনেওয়াজ, রিপন, সবুজ মিয়া, নাছির উদ্দীন, সজীব, সাত্তার, সিয়াম ADVERTISEMENT