
মহিউদ্দীন মাসুমঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার,চৌদ্দগ্রাম এর তত্ত্বাবধানে কাশিনগর চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ব্যতীত প্র্যাকটিনশার হিসেবে কার্যক্রম পরিচালনার অপরাধে ১লক্ষ জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্সবিহীন ঔষধ বিক্রয়, অনুমোদনবিহীন পশুখাদ্য বিক্রয় এবং লাইসেন্স ব্যতীত প্র্যাকটিনশার হিসেবে কার্যক্রম পরিচালনার অপরাধে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ এর ৩৭(১) ধারা মোতাবেক পৃথক দুইটি মামলায় ১,০০,০০০ টাকা (এক লক্ষ) অর্থদণ্ড প্রদান করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, কর্তৃক পরিচালিত এ মোবাইল কোর্টে নের্তৃত্ব প্রদান করেন জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণীসম্পদ অফিস, চৌদ্দগ্রাম, কুমিল্লা।