সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

Logo
Desk Report 2 রবিবার, ০৫ ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে রহমত উল্লাহ নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০৯০৬) সহ একটি ভেকুর (স্ক্যাভেটর) এর ব্যাটারী জব্দ করা হয়।

রবিবার (০৫ জানুয়ারি) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষ্মীপুর এলকার ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বিভিন্ন ব্রিক্স ফিল্ডে সরবরাহের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ও থানার পৃথক দু’টি টিম। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানকালে ড্রাম ট্রাক ড্রাইভার ও হেলপার উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোহাম্মদ নবীর ছেলে মোশাররফ হোসেন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মোঃ মুন্নাকে আটক করে তাদের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সরকারি বিধি ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও অন্যত্র বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রাম ট্রাক জব্দ করা সহ এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদীতে পাওয়া গেল ‘স্কুলছাত্র অয়নের’ লাশ। রোববার বিকেলে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্হায় জব্দ করেছে র‍্যাব। এসময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক …