সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

চৌদ্দগ্রামে ফুলকলি কালচারাল সেন্টারের উদ্যোগে ‘র সু ন’ জন্মজয়ন্তী উদযাপন

Logo
Desk Report 2 সোমবার, ০২ ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অনন্য কবি সুকান্ত ভট্টাচার্য্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর শুভ জন্মজয়ন্তী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচালার সেন্টার ও সঙ্গীত একাডেমীর উদ্যোগে শুদ্ধ জাতীয় ও রণ সংগীত প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের উপ-অধিনায়ক লেঃ ইশান। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ-জামান।

সিএফসিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ ইউছুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক মোঃ মছিহ্ রানা, চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডায়নামিক সিএন্ডএফ এর চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, প্রমিনেন্ট লিভিং লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন চৌধুরী।

সাংবাদিক আব্দুর রব লাভলুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সীরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, রেনেসাঁ একাডেমীর চেয়ারম্যান নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন মুজমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক আবু বকর সুজন, আবদুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, মোঃ হোসাইন মামুন, আবদুর রউফ, কাজী সেলিম, আনিছুর রহমান, মোঃ মাছুম, আবদুর রব খোন্দকার সবুজ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে শুদ্ধ জাতীয় সংগীত, রণ সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীরা।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …