
মোঃ রফিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, এস আই মাসুমের সহায়তায় (৯) টি মোবাইলসহ গ্রেফতার হয়েছে (৩) সক্রিয় চোর সদস্য।গতকাল রাত ৮:৩০ মিনিটে নোয়াখালীর সুধারাম থানার,নোয়াখালী পৌরসভার ০৩ নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা (১)মোঃ জাফর(৩০), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত ফাতেমা বেগম, হোল্ডিং-৫১৬, মেহেদী পাড়া, খরুশফুল, টাইমবাজার, ০৮নং ওয়ার্ড, (২) মোঃ সাব্বির আহমদ প্রঃ ছাব্বির আহম্মদ অভি(৩০), পিতা-মোঃ ফজলে করিম, মাতা-জামিনা বিবি, দক্ষিন রুমালিয়ারছাড়া (কালু ড্রাইভার বাড়ী), ০৬নং ওয়ার্ড, (৩) মোঃ আব্দুর রহিম(২৯), পিতা-নুর মোহাম্মদ, মাতা-গোলবাহার, ঝিলংজা(অংশ) পিটি স্কুলের পশ্চিম পার্শ্বে, কালু ড্রাইভারের বাড়ী, ওয়ার্ড নং-০৬, উপজেলা, থানা, কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এর বাসিন্দা।
গোয়েন্দা পুলিশ অফিসার এস আই মাসুমের মাধ্যমে জানা যায় উক্ত আসামিরা পেশাদার চোর চক্রের সদস্য। বিভিন্ন জেলায় উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ওসি ডিবি মোহাম্মদ আশরাফ উদ্দিন সরে জমিন বার্তা প্রতিবেদককে জানান এটা আমাদের রুটিন অভিযান। উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অদ্য তারিখ কোর্টে প্রেরণ করা হবে।