

চোর সন্দেহ বরবর নির্যাতন,হাতের দুই আঙ্গুল কাটার অভিযোগ, গ্রেফতার-৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
চোর সন্দেহে সাগর (১৭) কে হাত-পা বেধে বরবর নির্যাতন করে প্লাস দিয়ে বাম হাতের দুই আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরভার লোহাগাছ গ্রামের ফালু মার্কেট এলাকায়। নির্যাতনের শিকার কিশোর সাগর ওই গ্রামের মো: মনির হোসেনের ছেলে। সাগকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার সাগরের মা আছমা আক্তার, খালা সাবানা, নানী জামেলা বেগম। ঘটনাস্থল থেকে রাতেই পুলিশ মোজাম্মেল হক, রাকিব, শরিফকে গ্রেফতার করে। এ ঘটনায় সাগরের মা বাদী হয়ে শ্রীপুর থানায় আট ব্যক্তিসহ অজ্ঞাত ৪/৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- ওই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক, নুরুল ইসলামের ছেলে রাকিব, তাইজুদ্দিনের ছেলে রইছ উদ্দিন, কুতুব উদ্দিনের ছেলে আবুল কালাম, সামছুল হকের ছেলে মাসুদ, ফজর আলীর ছেলে মোবারক হোসেন ও আ: মালেক।
শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনকে গ্রেফতার করা হয়।
সাগরের মা জানান, সোমবার সন্ধ্যায় সাগর ইফতারের পর খাবার খেয়ে লোহাগাছ গ্রামের সরকার বাড়ী জামে মসজিদে তারাবীর নামাজ পড়তে যায়। অভিযুক্তরা আমার ছেলেকে মসজিদ থেকে ডেকে মোজাম্মেলের ক্লাব ঘরের সামনে নিয়ে যায়। মিথ্যা চুরির অভিযোগে সাগরকে হাত-পা বেধে এলোপাথারী নির্যাতন করে। একপর্যায়ে অভিযুক্ত মোজাম্মেল প্লাস দিয়া সাগরের বাম হাতের দুইটি আঙ্গুল কেটে নেয়। খবর পেয়ে আমিসহ পরিবারের লোকজন গিয়ে দেখতে পায় অভিযুক্তরা মাটিতে ফেলে সাগরকে নির্যাতন করছে। আমরা তাকে উদ্ধার করতে গেলে মোজাম্মেল বাহিনীর লোকজন আমিসহ আমার মা, বোনকে পিটেয়ে আহত করে। এ সময় আমার ভাগিনা সংগ্রাম জাতীয় জরুরী পরিসেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে। আমরা শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আশংকা জনক অবস্থায় আমার ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জোনায়েত আকন্দ
শ্রীপুর, গাজীপুর
28-03-23