
মো:শামীম শাহরীয়ার চারঘাট প্রতিনিধি: চারঘাটে পানির অভাবে বিপাকে সাধারণ মানুষ।শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে চারঘাটের নলকূপে উঠছে না পানি। ফলে খাবার পানির জন্যও চলছে হাহাকার অনেক কষ্ট হচ্ছে রোজাদারদের র্দুভোগে পড়েছেন সাধারণ মানুষ। চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছেন কৃষক। কবে হবে বৃষ্টি। বৃষ্টির অভাবে বাগানের আম ঝরে যাওয়ায় বিপাকে পরেছেন আম চাষিরা।খেতের ফসল পুড়ে যাচ্ছে। মাঠের ধান শেষ মুহূর্তে এসে নষ্ট হচ্ছে। বৃষ্টির অভাবে নতুন করে কৃষকরা ফসল বুনতে পারছেনা । ফলে পতিত পড়ে আছে অনেক আবাদি জমি।