
শাহাদাত হোসেন : চট্টগ্রামের কাপ্তাই রাস্তা থেকে মোহাম্মদ হারুন সওদাগর নামের এক ব্যক্তি সিএনজি করে তার বাসায় চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এসে পৌঁছালে ভুলবশত একটি ব্যাগ গাড়িতে রেখে যায়, পরবর্তীতে ওই সিএনজি ড্রাইভার এর নাম্বার সংগ্রহ করে কথা বলতে চাইলে ব্যর্থ হয়, পরবর্তীতে চান্দগাঁও থানায় মোহাম্মদ হারুন সওদাগর বাদী হয়ে একটি মামলা রুজু করেন , মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের সার্বিক তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার(উত্তর) দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার(পাঁচলাইশ ও বায়েজিদ জোন), অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে অপারেশন অফিসার এসআই (নিরস্ত্র)মোঃ মোমিনুল হাসান, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী মোঃ নাছির (৪২) ও ২। মোঃ ইমরান হোসেন @ দুলাল (৫৮)দ্বয়েক ইং ১৭/১১/২০২৪খ্রিঃ তারিখ সকালে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে সূত্রোক্ত মামলার আত্মসাৎকৃত নগদ ২,৪০,৫০০/- টাকা ও ০১ টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন। ।বাদী মোঃ হারুন সওদাগর (৫৭) পেশায় একজন ব্যবসায়ী।