সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ০৫ জন ভারতীয় গরু চোরাকারবারী আটক

Logo
Desk Report 2 রবিবার, ১৮ ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

মোঃ ইসারুল, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি নিয়মিত টহলদল গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ভোর ০৪০০ ঘটিকার সময় ভারত হতে ০২ টি নৌকা বাংলাদেশের পদ্মা নদীর আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।

নৌকা ০২ টির গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির টহলদল নৌকা দুটিকে চ্যালেঞ্জ করে আটক করে এবং অপর একটি চোরাচালান কাজে ব্যবহৃত নৌকা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকা ০২ টি তল্লাশী করার সময় নৌকায় অবস্থানরত ব্যক্তিবর্গ হাসুয়া (দেশীয় দাঁ) দিয়ে বিজিবি সদস্যদের আক্রমন করতে উদ্ধত হলে বিজিবি সদস্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে কোন প্রকার আগ্নেয় অস্ত্রের ব্যবহার/গুলি করা ব্যতিরেকে চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে নৌকা দুটি তল্লাশী করে বিজিবি টহলদল ০৩ টি হাসুয়া (দেশীয় দাঁ) ও ০৩ টি ভারতীয় গরুসহ ০৫ জন ব্যক্তিকে আটক করে যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবী করে। এছাড়াও গোয়েন্দা তথ্য হতে জানা যায়, উক্ত ০৫ জন ভারতীয় গরু চোরাকারবারী যারা নিয়মিত বাংলাদেশের ভিতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকে।

আটককৃত ভারতীয় চোরাকারবারীরা হলো (ক) মোঃ সারফরাজ ইসলাম (১৮), পিতা-মৃত রফিকুল ইসলাম (খ) মোঃ আসলাম শেখ (১৮), পিতা-আলেক শেখ (গ) দ্বীপ সিংহ (২৩), পিতা-রতন সিংহ (ঘ) রনি মহালদার (১৭), পিতা-বাইতুল মহালদার (ঙ) ওলিল মহালদার (১৮), পিতা-মেনাউল সকলের বাড়ির ঠিকানা মুর্শিদাবাদ, ভারত।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, চোরাকারবারীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়াসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ADVERTISEMENT

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়। সোমবার ২০ জানুয়ারি বেলা …

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী …

(চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। …