নাঈম খান স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের জেলার নাচোল থানা উজিরপুর কসবা ১ নাং ইউনিয়ন আখিলা গ্রামের মোহাম্মদ আলী ও সুবি বেগমের ছেলে মোঃ আব্দুল আকিব( ১১) বছরের এক শিশু গত ১ বছর যাবত নিখোঁজ রয়েছে। আকিবের বাবা মা আকিব কে না পেয়ে নাচোল থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নাং ৮৮০। শিশু আকিব নাচোলের একটি গ্রামের মাদ্রাসায় ৩য় শ্রেণীতে লেখাপড়া করতো। আকিবের নিখোঁজ হওয়া প্রায় ১ বছর হয়ে গেলে। আকিব জীবিত আছে না মারা গেছে আজ ও জানে না আকিবের পরিবার। আকিবের মা সুবি বেগম ছেলে হারানোর যন্ত্রণায় প্রতিদিন যেন পাথর হয়ে যাচ্ছে। প্রতিদিন সন্তানের আসায় বসে থাকেন তিনি। এমন সময় আকিবের সন্ধানের জন্য যোগাযোগ করেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তায়। সরেজমিনে গেলে আকিবের মা সুবি বেগম বলেন....
অন্যদিকে আকিবের বাবা ও তার ছেলের খোজে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরছে তার ছেলের দেখা পাবে বলে। এই সময় আকিবের বাবা বলেন।
স্থানীয় লোকজন বলেন..
আকিবের কেও যদি সন্ধান পান তাহলে আমাদের দয়া করে জানাবেন। ০১৭৪৬৮৮৯২৬৮ নাঈম খান স্টাফ রিপোর্টার সরেজমিন বার্তা
০১৭৩২৮৪৩৫৮৯ ও ০১৩২০৯৪৭৩৩৩ এই নাম্বরে কেও খোজ দিতে পারলে তাকে উপযুক্ত পুরুষ্কার দেওয়া হবে।