এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার শেষ মুহূর্তে জমে উঠছে। সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের ভীড় এখন পোশাকের দোকানগুলোতে।শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত চলছে দোকানগুলোতে বেচা-বিক্রি। সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন সর্বস্তরের সাধারণ মানুষ। এবারের কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে সূতির জামা কাপড়। তবে ক্রেতা বিক্রেতা বলছেন এ বছর সব পোশাকে দাম বেশি হওয়া হিমশিম খাচ্ছেন সকলেই।
ঈদকে ঘিরে মুখোরিত চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার। সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের ভিড় এখন পোশাকের দোকানে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিপণি-বিতানগুলোতে বেচা-কেনা। প্রিয়জনদের কেনাকাটায় ব্যস্ত সময় পারছেন ক্রেতারা। দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক বেশি দামে কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।
ক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এ বছর প্রতিটি পোশাকে ৩শ থেকে ৫শ টাকা বেশি দামে ক্রয় করতে হচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পোশাক ক্রয় করা কষ্ট সাধ্য। তারপরে ঈদের পোশাক কিনতে মার্কেটগুলোতে সব বসয়ী মানুষের ভিড় চোখে পড়ছে।
ব্যাবসায়ীরা বলেন,রমজানের প্রথম দিকে এবার তেমন বেচাবিক্রি ভালো না হলেও,মধ্য রমজান থেকে ভরপুর শুরু হয়েছে বেচা-কেনা। সব বয়সের নানা কালেকশনের কথা জানিয়েছেন দোকানিরা। তবে বিক্রেতারা বেশি দামের কথা স্বীকার করে বলেন,দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের পোশাক ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে তার পরেও কিনে নিয়ে যাচ্ছেন
এদিকে,মার্কেট কমিটির নেতা শহীদ সাটু হল মার্কেটর সভাপতি আজিজুর রহমান প্রতিবেদককে বলেন, রমজানের প্রথম দিকে বেচাবিক্রি খারাপ থাকলেও এখন বেচাবিক্রি ভাল। ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করছে,মূল্য মোটামুটি স্বাভাবিক আছে এছাড়াও মার্কেটের আইন-শৃঙ্খলাও ভাল আছে চারে দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে জোড়ালো ভূমিকা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার,আবুল কালাম সাহিদ বলেন, নির্বিঘ্নে কেনাকাটা সারতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের বড় বড় মার্কেটগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জনগণের নিরাপত্তারয় আমরা কঠোর অবস্থানে।