শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ২৮ ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

মোঃ ইসারুল নিজস্ব প্রতিবেদক।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম লিডার (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে বসে আলাপ-আলোচনা করার সময়,আব্দুস সালাম সহ তার দলবলের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। এতে বোমা বিস্ফোরন ও গুলি করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সালামের সাথে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন (৪২) নিহত হন। এ ঘটনায় আরো দুজন মারাত্মক আহত হয়েছেন,তারা হলেন আওয়ামীলীগ কর্মী আব্দুস সালাম টিটু ও আব্দুর রহিম বাদশা। টিটুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরন ও গুলি চালিয়ে হামলা করে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে,সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। বর্তমানে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ADVERTISEMENT

দেলোয়ার হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি|: কুমিল্লা জেলার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টারঃ নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫। আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) উপজেলা পরিষদ মাঠে …