মোঃ ইসরোল নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সৈয়বুর আলী’র ছেলে
মোঃ রেজাউল করিম (২৫) কে ২২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। ও রাতে একই উপজেলার ধোবরা কলেজের সামনে অভিযান চালিয়ে কামালপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৫৩) ও ধোবরা গ্রামের একরামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (৩৪)’কে ৭৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। আজ দুপুরে জেলা গোয়েন্দা শাখা’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসময় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেন জানান ডিবি।
নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মোজাহের ইসলাম নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধি গত ৫ আগস্ট স্বৈরাচারী...