
নাঈম খান,
স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৬)।
স্থানীয়রা জানান সোমবার সকাল ৬ টার সময় চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই সংঘর্ষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান জানান, সোমবার সকাল ৬ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। এবং তার মৃত দেহ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ওসি আরো জানান পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।