

চলে গেলেন প্রথম আলো’র সাংবাদিক পলাশ বড়ুয়া
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
প্রথম আলোর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রতিনিধি ও দীঘিনালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া (৪৫) মারা গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে গত সোমবার স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হলে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। সেখানেই গতকাল সন্ধ্যায় মারা যান তিনি।
ধর্মীয় সকল কার্যক্রম ও অনিত্য সভা শেষে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সামাজিক শ্বশানে শেষকৃত্য করা হয় তাঁর।