

চট্রগ্রামের বিভাগের মধ্যে দেবীদ্বারে মেজবানের সেরা আয়োজন করেন আবুল কালাম আজাদ
শাহ সাহিদ উদ্দিন
রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে রোববার দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের বাড়িতে মেজবানের আয়োজন করা হয়। মেজবানে প্রায় ১০ হাজার মানুষ খাবার খান। দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ এর মূল উদ্যোক্তা বলে জানা গেছে।
উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়াে মুকুল অনুষ্ঠানস্থল থেকে জানান, আট হাজার মুসলিম ও দুই হাজার অন্য ধর্মাবলম্বীর জন্য ওই মেজবানের আয়োজন করেছে আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ । তিনি আরও বলেন, এর আগেও একাধিক দিবস উপলক্ষে তিনি তার নিজ বাড়িতে একাধিক মেজবান খাওয়ানোর অনুষ্ঠান করেছেন।
নেতা-কর্মীরা জানান, জেলার স্বনামধন্য বাবুর্চি নুরুল আজিম মেজবানের ভাত, মাংস ও ডাল রান্না করেন। তাঁর রান্নার কথা শুনলেই স্থানীয় মানুষের জিবে জল আসে। তাঁর রান্নার স্বাদ নিতে মানুষ মেজবান, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে ভূরিভোজ করতে ছুটে যান।
বাবুর্চি নুরুল আজিম বলেন, তিনি ১০ হাজার লোকের মেজবান খাওয়ার রান্না করেন। এজন্য ২৯টি গরু ও ১২টি খাসী জবাই করা হয়। প্রায় ৪০০ কেজি মুরগী কেনা হয়। তিনি আরও বলেন, দুপুর ১২টা থেকে মেজবান খাওয়ানো শুরু হয়। তা চলবে সন্ধ্যা পর্যন্ত।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এমএ জলিল চৌধুরী বলেন, ঈদ পরবর্তী নেতাকর্মী ও সাধারন জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। উপজেলা, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতারাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মেজবানে প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।