ইফতেখার হোসেন,চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শহীদ কামাল উদ্দীনের স্মরণ সভা আয়োজন করেছে সিটি কলেজ ছাত্রলীগও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ আগস্ট) কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. আলী মিঠুর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার কাইয়ূম ইরফান ও কলেজ ছাত্র সংসদের ভিপি তন্ময় দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক অভি শীল,সাইফুল্লাহ সাইফ,এম এইচ ফয়সাল, আয়মান শাহ,মাঈনুদ্দিনহাসান ইমন,ফখরুল হাসান নয়ন,আকবর জুয়েল,আবু মোহাম্মদ হোসাইন অভি,শহীদুল ইসলাম সাগর,সুলতান ফাহিম ও কলেজছাত্রসংসদ এর জিএস মাকসুদুর রহমান,বক্তৃতা ও বিতর্ক সম্পাদক আবরার কবির ফাহিম,ক্রীড়া সম্পাদক মোসলেহ উদ্দিন, ছাত্রমিলায়তন সম্পাদক সোহাগ ওলী ও সদস্য মামুন হোসেন,আতিক হাসান সাগর।
উক্ত স্মরন সভা সফল করার লক্ষে সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন কামরুল ইসলাম ঈসান,হারুনুর রশিদ সামিউল, আবদুল্লাহ আলনোমান,শহিদুল ইসলাম নেওয়াজ, সাফায়েত উল্লাহ, রিয়াজুল ইসলাম, রামিম চৌধুরী প্রমুখ।