

নানা প্রতীক্ষার শেষে অবশেষে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি করা হয়েছে নগরযুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম।
মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য ১৩১ সদস্যের মধ্যে ৪০সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ–সভাপতি করা হয়েছে নগর ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও নগর যুবলীগের সাবেক সদস্য মো. নুরুল আনোয়ার, নগরযুবলীগের সাবেক সহ–ত্রাণ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরশাদ আসাফ, সাবেকমহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা, সাবেক সদস্য হেলাল উদ্দীন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, এমইএসকলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাবু, সাবেক সদস্য আসহাব রসুল চৌধুরীজাহেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী, নগর যুবলীগের সাবেকসদস্য ও আইন কলেজের সাবেক জিএস শাহজাদা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু, নগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগেরসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মিয়া।
চার জন যুগ্ম সম্পাদকের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম দিদার, মহানগর ছাত্রলীগেরসাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন, নগর যুবলীগের সাবেক সদস্য ইশতিয়াক আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেকসাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমদ।
সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সাতজনকে। তারা হলেন— নগর যুবলীগের সাবেক সদস্য সনত বড়ুয়া, সাবেক সদস্য মোহাম্মদ দিদারউর রহমান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস গিয়াস উদ্দীন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদমহিউদ্দীন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ–সভাপতি এজেএম মহিউদ্দিন রনি, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসুমন চৌধুরী, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী।
উল্লেখ্য যে, চট্টগ্রাম মহানগ যুবলীগের সম্মেলন হয়েছে ৩০ মে ২০২২।