মোঃ গিয়াস উদ্দিন লিটন :
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের টিম-৫১ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ মহসীন উদ্দীন রুবেল ও এসআই (নি.) মোঃ কামরুল হুদা সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ২৬/০৬/২৪ ইং রাত ২০.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন জি-ব্লক সংলগ্ন আবাসিক হোটেল White Park Hotel & Suites-এর একটি কক্ষের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় দুই বান্ডেল তাস ও নগদ ১২,৩৭০ (বারো হাজার তিনশত সত্তর) টাকাসহ ১। মোঃ রেজাউল করিম (৩০), ২। মোঃ ইরফান হাসান অপু (৩০), ৩। মোঃ সেকেন্দার বাদশা জনি (২৮), ৪। মোঃ রাশেদুল আলম (৪৫) ও ৫। মোঃ সুমন (৩৪)-দের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ADVERTISEMENT
0