
মাঈন উদ্দিন সোহেল, চট্টগ্রাম ব্যুরো– আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবংনির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামমহানগর বিএনপির সাথে ১২দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) চট্টগ্রামের কার্যালয় নছিমন ভবনে এই মতবিনিময় সভা আয়োজন করাহয়।
বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রামের আহ্বায়ক ও ১২দলীয় ঐক্যজোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী আলহাজ্ব ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ১২দলীয় ঐক্যজোটের এই সভায় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন আহমেদ (জাতীয়পার্টি, কাজি জাফর ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর । মহিউদ্দিন বকুল যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর।
নবী হোসেন সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি, চট্টগ্রাম মহানগর।মোহাম্মদ বেলালউদ্দিন সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি, বায়েজিদ থানা, চট্টগ্রাম। মোহাম্মদ শামীম আহমদ সদস্য , চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। এছাড়াও ১২দলীয়জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা।
১২দলীয় জোটের এই সভায় (জাতীয় পার্টি, কাজি জাফর ) সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনআহমেদ বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ওসুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১২দলীয়ঐক্যজোটের আগামীর আন্দোলন সংগ্রামকে গতিশীল করতে আজকের এইআয়োজন খুবই ফলপ্রসূ রাখবে।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষসরকারের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২দলীয় জোটের সকলের উপস্থিতি আমরাআগামীর কর্মপরিকল্পনা সুষ্ঠুভাবে গ্রহণের পরিকল্পনা করে আমাদের জোটকে আরওসুষ্ঠু ও সুগঠিত করে তুলতে পারবো।