ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএতে) কমল কান্তি দে (৪৫) নামে এক দালালকেহাতেহাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২ আগস্ট) বিকালে বিআরটিএ চত্বরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাউজান উপজেলার রবীন্দ্রলাল দে এর ছেলে কমল কান্তি দে।
আটক কমল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটিতে একশ্রেণীর অসাধু কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে যোগসাজশে নিয়মিত তদবির করতো। যাতার মুঠোফোনের কললিস্ট চেক করে সত্যতা পাওয়া যায়।
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিআরটিএ চত্বরে ভ্রাম্যমান আদালত অভিযানপরিচালনার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি মালিকানা কাগজ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, কমলকে দশ দিনের কারাদন্ড দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে।