
চট্টগ্রাম প্রেস ক্লাবের তিনজন সিনিয়র সদস্যের হজ্বযাত্রা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। ২৩ মে মঙ্গলবার দুপুরে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সিনিয়র সদস্য শফিউল আলম এবং মো. ইসকান্দর আলী চৌধুরী ।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে এবার তিনজন সিনিয়র সদস্য পবিত্র হজ্বপালনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের জন্য দোয়া এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়ার উদ্দেশ্যে আজকের এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। হজ্বযাত্রীরা যাতে সুস্থতার সাথে পবিত্র হজ্ব পালন শেষে ফিরে আসতে পারেন-সকলের এই প্রত্যাশা।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং প্রবীণ সদস্য এম নাসিরুল হক, জাহিদুল করিম কচি, জাকির হোসেন লুলু, মশিউর রেহমান বাদল, নুরউদ্দিন আহমদ, দেবাশীষ বড়ুয়া দেবু, নিজাম হায়দার সিদ্দিকী, মিয়া মোহাম্মদ আরিফ, অমিত বড়ুয়া, মো. সাইদুল আজাদ, কামাল উদ্দিন খোকন, রাজেশ চক্রবর্তী, মো. ফরিদ উদ্দিন, তুষার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।