
মোঃ রিপন হাওলাদার:
ঢাকাস্থ চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ এর ১৪ তম শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ই অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে তিনটায়
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়।
সমকালীন শিল্পকর্ম প্রদর্শনীটি চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে গত ৬ অক্টোবর শুক্রবার শুভ উদ্বোধনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ৬-১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের পরিদর্শনের জন্য গ্যালারি উন্মুক্ত রাখা হয়েছিল।
ছবি প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন বিশিষ্ট নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ ও নাট্যজন ফাল্গুনী হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম ।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম শিল্পী পর্ষদ ঢাকা’র সভাপতি শিল্পী মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শিল্পী মোসলে উদ্দিন নিজাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী কাজী বশিরুল আলম জিলন শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদর্শনী উদযাপন কমিটির আহবায়ক শিল্পী কাজী গোলাম কিবরিয়া অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয় চট্টগ্রাম শিল্পী পর্ষদ ঢাকার অন্যতম সংগঠক ও উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা শিল্পী সকল আচার্য।
সমাপনীর দিন প্রদর্শনীতে অংশগ্রহণ কারী বিভিন্ন বয়সের প্রায় এক শতাধিকের বেশি চারুশিল্পীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রায় শতাধিক অংশগ্রহণকারী শিল্পী ও শিল্প পরিবারের সজনসহ শিল্পনূরাগী দর্শকবৃন্দ ,এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।
আর/এইচ/সরে