

চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামের চান্দগাও থানা এলাকার সানোয়ারা আবাসিকে তানহা আক্তার মারিয়া নামে ৭ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে চান্দার বাপের বাড়ির দিদার কলোনীতে ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত মারিয়ার বাবা বাকের হোসেন এর বাড়ি লক্ষিপুর জেলার রামগতি থানার রামদয়াল গ্রামে। চান্দগাও থানার সানোয়ারা আবাসিকসংলগ্ন চান্দার বাপের বাড়ির দিদার কলোনীতে স্ত্রী নাজমা আক্তার ও একমাত্র কন্যা সন্তান মারিয়াকে নিয়ে ভাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারিয়ার মা গার্মেন্টস কর্মী বাবা রিক্সা চালক। রোববার সকালে ভিকটিম কে বাসায় একা রেখে কাজে যায়।বাসায় মেয়েটি একা থাকা অবস্থায় এক ভবঘুরে যুবক রুমে প্রবেশ করে ভিকটিম কে একা পেয়ে হাত–পা বেধে ফেলে এবং শ্বাসরোধ করেহত্যা করে।
সূত্রে জানা যায়, ভবঘুরে ওই ছেলেটি কক্সবাজার জেলার কক্সশাহীর টিকা পল্লী এলাকার মৃত ইউসুফের ছেলে রাকিবুল ইসলাম মুন্না(২৪)।
চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, মৃতদেহ টি সুরতহাল করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্যলাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরন করা হয়েছে।