
দিদারুল আলম – রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের জেরে বিএনপি ও জামায়াত ঘোষিতহরতালে সকাল থেকে চট্টগ্রামে কোন প্রকার সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে হরতাল চলছে।
রোববার (২৯ অক্টোবর ) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর,বহদ্দারহাট,কাজীর দেউড়ি,জিইসি আগ্রাবাদ, নিউমার্কেট, নতুন ব্রিজসহবেশ কয়েকটি স্থানে হরতালের এমন দৃশ্য চোখে পড়েছে।
সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে মোটামোটি গাড়ী ও সাধারণ যাত্রীদের উপস্থিতি অনেকাংশেই কম।ছুটির আমেজেচলছে সব।
সিএনজি অটোরিকশা চালক হরতালেও সিএনজি চালাচ্ছে। হরতালে ঝুঁকি নিয়ে কেন গাড়ি চালাচ্ছে জানতে চাইলে তাঁরাবলেন,আমাদের তো গাড়ী চালাতে হবে। গাড়ি না চালাইলে আমাদের পরিবার চলবেনা। তাই তাই ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ী চালাচ্ছি।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁরা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সড়কেউপস্থিত আছি।