
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামে জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
জয়া মজুমদার পতেঙ্গা পাবলিক স্কুল এণ্ড কলেজের প্রাথমিক বিভাগের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, শিক্ষিকা জয়া মজুমদার তাঁর ৬ বছরের কন্যাকে পাশের বাসায় রেখে এসে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।