চট্টগ্রাম ব্যুরো– সংবাদ সংগ্রহের সময় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা চট্টগ্রাম অফিসের প্রতিবেদক সাইদুল রহমান সাকিবের উপর পতেঙ্গা মডেল থানার ওসি কবিরুল ইসলামের নেতৃত্বে এবং এসআই আকাশ মাহমুদ বর্বরোচিত হামলা করেন।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে মেহরাজ হোসেন রাব্বি (১৫) নামে এক কিশোর স্রোতে ভেসে আসলেপতেঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সেই সংবাদ সংগ্রহের জন্যে উপস্থিত হয়ে পুলিশের বর্বরোচিত হামলার শিকার হন সাইদুল ইসলাম সাকিব ।
সাকিবের সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন, “সংবাদ সংগ্রহের জন্যে শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে তথ্য ও চিত্র সংগ্রহ করার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই পতেঙ্গা থানা পুলিশ ইতোমধ্যেই উপস্থিত হয়েছে।ঘটনাস্থলে গিয়ে কয়েকজন পরিচিত পুলিশ সদস্যের সাথে আলাপ করি। এর মধ্যে এ–এসআই মতিন সহ কয়েকজনের সাথে কথাবলি। পরে আমি মোবাইল ফোনে ছবি নিতে গেলে একজন পিএসআই (অজ্ঞাত) সে প্রথমে আমার দিকে তেড়ে আসে এবং ছবি কেন তুলছি? তা বলতে বলতে ঘাড়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওসি কবিরুল ইসলাম এর সামনে নিয়ে যায়। আমি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও আমাকে টেনে ঘাড় ধরার বিষয়টি উপস্থিত পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলামকে জানানোর পরও ওসি বলেন ‘গায়ে হাত দিবেই তো, হুম গায়ে হাত দিবে, যাও এখান থেকে যাও, যাও বেডা গরম দেখাও।‘ আমি বললাম আমি পরিচয় দিয়েছি তার পরও আপনাদের সদস্য আমারকে শারীরিক ভাবে হেনস্তা করে। এজন্য বিষয়টা আপনাকে জানালাম, আপনিও এমন আচরণ করতেছেন। এক পর্যায়ে এভাবে কথা কাটাকাটিতে হঠাৎ লাশের পাশ থেকে এস আই আকাশ মাহমুদ দৌড়ে এসে আমাকে গালাগালি দিয়ে বুকে তিন চারটি কিল ঘুষি মারতে থাকে। এরপর আমি তাৎক্ষণিকভাবে উপ–পুলিশ কমিশনার (বন্দর)কে বিষয়টি অবগত করি। এরপর আমি চলে আসি। মূলত তাদের এই ক্ষোভ বা আক্রোশের কারণ হল তাদের থানা এলাকায় পুলিশের অনিয়ম নিয়ে সংবাদ করার কারণে দীর্ঘদিন ধরে আমার উপর ক্ষোভে ফুঁসে আছে । সেই ক্ষোভ থেকে আমাকে একা পেয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা করে।“
এই ঘটনায় উপ–পুলিশ কমিশনার বন্দর শাকিলা সুলতানা‘র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “ভুক্তভোগী বিষয়টি ঘটনাস্থল থেকে আমাকে অবহিত করেছেন। এবিষয়ে লিখিত অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।“
এছাড়াও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকেরা এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাইদুল রহমান সাকিবের উপর এমন ন্যাক্কারজনক হামলা এই প্রথম নয়। প্রায়ই গণমাধ্যম কর্মীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার আশা করছি।