জসিম উদ্দিন– চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার মুরাদনগরে এলাকায় প্রভাব বিস্তার করে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেআজাদ শাহী নামের এক ব্যক্তি।
বুধবার (২৪ অক্টোবর) মুরাদনগরের মিদ্দাপাড়া ৩নম্বর ওয়ার্ড এলাকায় সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক চলাচলের রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী দুর্বৃত্ত আজাদ শাহী‘রবিরুদ্ধে। রাস্তাটিতে বাড়ী নির্মাণের কারণে এলাকাবাসী, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীর চলাচলের প্রতিবন্ধকতা সহ সাধারণ জনগণেরভোগান্তি বেড়েছে বলে স্থানীয়রা জানান।
মহল্লা কমিটি কয়েকবার মীমাংসা করলেও সিদ্ধান্ত মানেননি প্রভাবশালী আজাদ।এ কারণে মহল্লা কমিটি আজাদ শাহী‘কে সমাজ থেকেবের করে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু স্থানীয় বাসিন্দা বলেন, আজ থেকে প্রায় ১০০ বছর ধরে পারিবারিকভাবে আমাদের একটি পুকুরছিল। সেই পুকুরটি বাড়ির সবাই স্বাচ্ছন্দে ব্যবহার করতেন। পুকুর ব্যবহার করা এবং চলাচলের জন্য আমাদের এই রাস্তাটি আমরা সহপূর্বপুরুষেরা ব্যবহার করে আসছেন। কয়েক মাস আগে প্রভাবশালী আজাদ শাহী বাড়ি নির্মান করতে গিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করেদেয়।সেটি সাধারণ জনগণের চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে স্কুলগামী ছাত্র–ছাত্রী, মুমূর্ষু রোগী অসুস্থ হয়ে পড়লে এরাস্তাটি দিয়ে রিক্সাতেও বের করা যাবে না।
চলাচলের রাস্তাটি বন্ধ করার মুল হোতা আজাদ শাহী বায়েজিদ বোস্তামী থানা এলাকার মুরাদনগর (মিদ্দাপাড়ার) এলাকার খুবইপ্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের পরিবারের উপর নেমে আসে অমানবিক নির্যাতন।
ভুক্তভোগী পরিবারের সদস্য জুলফিকার আলী ভুট্টু বলেন, আজাদ শাহী আমাদের প্রতিবেশী।এ রাস্তাটি আমাদের পূর্ব পুরুষরাসহআমরা চলাচল করে আসতেছি। কিন্তু বর্তমানে এটি আজাদ শাহী বন্ধ করে দিয়েছে। সামাজিকভাবে এটি মিমাংসিত হলেও এরাসমাজের কথা মানে না। রাস্তার ব্যাপারে প্রতিবাদ করায় জুলফিকার আলী ভুট্টুর পরিবার হামলার আতঙ্কে আছেন বলে প্রতিবেদককেজানান।
এ বিষয়ে প্রভাবশালী আজাদ শাহী‘র সাথে আমাদের প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন, ‘আপনারা নিউজ করেন আমার কিছুযায় আসে না।আমি এগুলোর পরোয়া করিনা।‘