শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

চট্টগ্রামে রাতে হুমকি দিয়ে, ভোরে খুন

Logo
ifnews05@gmail.com মঙ্গলবার, ৩০ ২০২৩, ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় রাতে দেখে নেয়ার হুমকি দিয়ে ভোরে ছুরিকাঘাতে যুবককে খুনের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৯ মে) রাঙামাটি জেলার কোতয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে ও চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নয়াবাজার

গ্রেপ্তারকৃত চারজন হলেন— আবুল হাসনাত রানা (৩০), দেলোয়ার হোসেন জয় (২৭), আবু তাহের রাজীব (২৩) এবং মো. রায়হান সজীব (২২)।

র‌্যাব জানিয়েছে, গত ২৮ মে দিবাগত রাতে নগরীর নয়াবাজার এলাকার একটি কারখানার গেটের সামনে এক যুবক প্রস্রাব করলে আজাদুর রহমানের বড় ভাই কারখানার নৈশপ্রহরী মফিজ তাকে বাধা দেন। এসময় ক্ষিপ্ত হয়ে ওই যুবক নৈশপ্রহরী মফিজকে ‘এটা সরকারি জায়গা তুই বাধা দেওয়ার কে’ বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান, আবুল হাসনাত রানা জায়গায় এসে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। বড় ভাইয়ের (মফিজ) সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদুর রহমান ঘটনাস্থলে যায়। এসময় আসামিরা তার সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতি করে। পরবর্তীতে আসামিরা দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে ভোর পৌনে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নিজের ফুফুকে দেখে বাড়ি ফেরার সময় নাস্তা কিনতে বিশ্বরোডের মুখে দাঁড়ায়। এসময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি পেটে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আজাদের পেটের ভুরি বের হয়ে যায়। সেখান থেকে সে কোনো রকমে বাড়ির সামনে আসে এবং সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পরে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেয়ার পথে মুমূর্ষ অবস্থায় হামলাকারীদের নাম প্রকাশ করেন আজাদ। পরে আজাদের স্ত্রী নাজমা আক্তার বাদি হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ওসমান, রাজীব, রাজু ও ফয়সাল নামে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ঘটনার পরপরই গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আসামিরা। পরে গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার কোতয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে আবু তাহের রাজীব, দেলোয়ার হোসেন জয়, মো. রায়হান সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আবুল হাসনাত রানাকে আটক করা হয়েছে। তবে আটক করা চারজনের মধ্যে তিনজনের নামই মামলার এজাহারে নেই।

ADVERTISEMENT

প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …