মো শাহাদত হোসেনঃচট্টগ্রাম নগরী আকবর শাহ থানা এলাকায় ফিল্মি স্টাইলে ফটো সাংবাদিক আসিফ খন্দকারের উপর হামলা চালিয়ে কিশোর গ্যাং।সোমবার (২৯ জানুয়ারি) রাতে এই হামলা চালায় বলে জানিয়েছেন আসিফ খন্দকার বড় ভাই সাংবাদিক কে এম রুবেল।
এসময় কে এম রুবেল গণমাধ্যম কে জানায়, ঘটনার সূত্রপাত আমার আপন মামাতো ভাই রায়হান হাসান (১৬ মাস) অসুস্থতা জনিত কারণে খুলশী থানাধীন ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারী তারিখ রাত্রি ২০:৩০ ঘটিকার সময় মৃত্যু বরণ করে। আমরা ডাক্তারদের ভুল চিকিৎসা হয় বলে অভিযোগ করি এবং আইনের সহায়তা নেয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা জনিত ভুলের কারণে মৃত্যু বরণ করার কোন প্রাথমিক প্রমান না হওয়ায় বিষয়টি সেখানে মিমাংসা করিয়া দেন।
তখন হৃদয় ও তার অনুসারী ব্যক্তিগত স্বার্থে হাসপাতালে ভাঙচুর ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের উপর হামলা চালায় এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় আসিফ আমার মামা ও মামীকে সান্তনা দেওয়ার তাদের বাসায় যায়। তাদের সাথে কথা বলার পর আকবরশাহ থানাধীন আকবরশাহ্ মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স এর সামনে সে গাড়ি জন্য অপেক্ষা করে। তখন সেখানে উৎপেতে থাকা কিশোর গ্যাং নেতা হৃদয়ের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দেশি ও অস্ত্র নিয়ে আসিফ উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তখন আমি খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইমারজেন্সিতে র্ভতি করায়।