চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার লতিফপুর পাক্কার মাথা এলাকায় পূজা মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েএক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সুব্রত দত্ত কুণাল (১৮)। তিনি আকবরশাহ থানার লতিফপুর মহাজন বাড়ির কৃষ্ণ দত্ত’র ছেলে।
সুব্রত দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া সানী আশ্চর্য নামে তার এক নিকট আত্মীয় জানান, গনেশ পূজা উপলক্ষে মন্ডপে ডেকোরেশনেরকাজ চলছিল। রাত ১২টার দিকে সুব্রত হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেনিয়ে যায় আমরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, আকবরশাহ এলাকাতে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়েএকজনকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসকরা পরিক্ষা নীরিক্ষা করে মৃত জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের লাশ মঙ্গলবার বিকালে পারিবারিক শ্নশানে দাহ করা হয়।