
ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামে বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের (বিসিডিএ) পক্ষ থেকে৬৭ হাজার ৩০০ পিস ওরস্যালাইন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক এমএম সুলতানুলআরেফীনের নেতৃত্বে এসব স্যালাইন হস্তান্তর করে বিসিডিএর প্রতিধিরা।
জেলা প্রশাসক প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জনহিতকর কাজের জন্য বিসিডিএকে ধন্যবাদ জানান এবং বন্যা দূর্গতমানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান। এ সময় বিসিডিএর চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদার, সাধারণসম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে যে বন্যা দেখা দিয়েছে তাতে স্থানীয় জনগণেরবিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত এ তিন উপজেলায় ২ লাখ লিটার বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও ত্রাণসামগ্রীবিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।