চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে ফাতেমা আক্তার (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জুন) সকাল ৬টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, নিখোঁজের পর স্থানীয়রা এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে । পরবর্তীতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷