

ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচরের বিশিষ্ট সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে তরুণউদ্যোক্তা শাহেদ হোসেন বাবু (৩৫) হালদা নদীর শাখা খালে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের মৎস্য খামার থেকে নৌকায় করে ফেরার পথে বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগেনৌকাটি উল্টে যায়।
এ সময় সঙ্গে থাকা চারজন সাঁতরে পাড়ে আসতে পারলেও শাহেদ কূলে আসতে পারেনি। তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাউজান থানা ও হাটহাজারী থানা পুলিশসহ স্থানীয়লোকজন বাবুর খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কয়েক দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, জোয়ারের পানিতে উরকিরচরসহআশপাশের গ্রামে বন্যা দেখা দিয়েছে।