
চট্টগ্রাম ব্যুরো– বিএনপি লং মার্চের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে। এই সমাবেশে পরবর্তীতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ বিশাল মিছিলের বহর নিয়ে যোগদান করেন।
সোমবার (৯ অক্টোবর ) বিকাল ৫টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন,আলহাজ্ব এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন,আলহাজ্ব আলতাফহোসেন বাচ্ছু।
নোমান আল মাহমুদ এমপি,হাসান মাহমুদ হাসনি।শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক,থানা আওয়ামী লীগের নেতা আবদুরনবী লেদু, জালালাবাদ ওয়ার্ড সভাপতি শাহজাদা কাজী আবদুল মালেক।সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আলম মুন্না সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
সমাবেশে স্বরণকালের সর্ববৃহৎ মিছিল নিয়ে জালালাবাদ ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এলাকার প্রায় দুই হাজার মানুষকে সাথে নিয়ে লং মার্চের নামে বিএনপির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে বলে জানান নেতৃবৃন্দরা।