শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Logo
ifnews05@gmail.com বুধবার, ০৫ ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী শ্রাবণী সরকার।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে ও আর নিজাম রোডে একটি বেসরকারি হাসপাতালে শ্রাবণী প্রাণ হারায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মা বিটু সরকার ও ভাই সদীপ সরকার মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শ্রাবণী সরকারের বাবা বিশ্বজিৎ সরকার সিইপিজেডের একটি কারখানায় কর্মরত। তাদের বাসা নগরীর সদরঘাট থানার পোস্ট অফিস গলিতে। বাড়ি লোহাগাড়া উপজেলায়। শ্রাবণী নগরের সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। ছেলে সদীপ সরকার সরকারি কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,মেডিকেল সেন্টার থেকে মঙ্গলবার রাতে পাঠানো প্রতিবেদনে শ্রাবণী সরকারের মৃত্যুর বিষয়টি উল্লেখ আছে। এ হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মোট ১২ জনের মৃত্যু হলো, যার মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৩ জন, জুন মাসে ৬ জন এবং জুলাই মাসে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬৬১ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য আছে সিভিল সার্জনের কার্যালয়ে।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু শনাক্ত হয় ৭৭ জনের। পরের তিন মাস অর্থাৎ, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে শনাক্তের হার কমে আসে। ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন এবং এপ্রিলে ১৮ জন শনাক্তের পর মে মাসে এসে আবার উর্ধ্বমুখী হয় ডেঙ্গু আক্রান্তের হার। মে মাসে আক্রান্ত হয় ৫৩ জন। জুন মাসে ২৮২ জন এবং জুলাই মাসের পাঁচদিনে ১৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য যে, ২০২২ সালে রেকর্ড পরিমাণ ৪ হাজার ৪৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, মারা যায় ৪১ জন। ২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, মারা যায় ৫ জন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …