

চট্টগ্রাম ব্যুরো-চট্টগ্রামের সল্টগোলা ক্রসিংয়ে মালবাহী ট্রেন ও ক্যামিকেল বাহী লরির সংঘর্ষে ১ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং দুজন নারী গুরুতর হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হান আশরাফ হোসেন।
প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেন বন্দর গেইট থেকে বের হওয়ার সময় লরিটি দ্রুত চালিয়ে অতিক্রম করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সেবা দিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা মানবিক টিম ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে রয়েছে।এ ঘটনায় দুইজন নারী আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, লরির ট্যাংকার ফুটো হয়ে ক্যামিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়ছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মূলত এ ঘটনার পেছনে দোষী লরি চালক। তিনি ট্রেন আসছে দেখেও দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক একইসময়ে ট্রেনও চলে আসায় সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে ‘আমরা একটি হেলমেট ও মোটরসাইকেল নিচে দেখতে পাচ্ছি। আশঙ্কা করছি নিচে লোক থাকতে পারে। আমাদের কাছে উদ্ধার কাজের জন্য ভারী সরঞ্জাম না থাকায় বন্দর কর্তৃপক্ষের ক্রেন আসার অপেক্ষা করছি। তারপর আমরা উদ্ধার কাজ চালাতে পারবো। এরইমধ্যে লরির ট্যাংকার থেকে কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়েছে।’ যোগ করেন তিনি।
লরির চালক বা সহযোগী কাউকে পাওয়া গেছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনার পরপরই তারা পালিয়েছে। এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।’
এ বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহার মুঠোফোনে কল করা হলেও ফোন রিসিভ করেননি।
ট্রেন দুর্ঘটনার ফলে রাস্তার দুইপাশের যান চলাচল বন্ধ হয়েছে। প্রায় তিন কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয়।