ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো-চট্টগ্রামে বায়েজিদ থানা এলাকার বাংলাবাজার ও জালালাবাদে যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পাহাড় কাটার অভিযোগ পেয়ে এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও বায়েজিদ থানার পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে জড়িতের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান গণমাধ্যমকজানান, অভিযুক্তরা চারপাশে উঁচু করে টিনের বেড়া দিয়ে বিভিন্নজনের নামে সাইনবোর্ড দিয়ে ভেতরে পাহাড় কেটে প্লট তৈরির চেষ্টা করছে। অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যারা পাহাড় কাটছে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হয়। সাইনবোর্ডে প্রাপ্ত নাম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ জারি করে। আগামী বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে পাহাড় কাটার দায়ে জেল জরিমানা ও মামলা দায়েরসহ শাস্তিরমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১২ আগস্ট লিংক রোডে পাহাড় কাটার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।