চট্টগ্রামে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামনজুর কাদের।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বলেন, ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েনআছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি ।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীতে বিএনপির উদ্যোগে কাজীর দেউড়িতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল।
ADVERTISEMENT